নারদা,সারদায় অভিযুক্তদের পিঠ বাঁচাতেই দলবদলের মহড়া রাজ্যে!তৃণমূল ছেড়ে বিজেপি যোগের হিড়িককে কটাক্ষ সেলিমের।

Update: 2021-01-25 11:12 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সৈয়দ মফিজুল হোদা, ইন্দাস) : রাজ্যে বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। এই দলবদলুদের সাথে আবার নারদা বা সারদা কান্ডের যোগ আছে। তাই ভোটের আগে এই দলবদলের রাজনীতিকে কটাক্ষ করতে ছাড়লেন না সিপিএমের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। আজ জেলার ইন্দাসের সিনেমাতলায় নির্বাচনী কর্মীসভায় যোগ দিতে এসে। এই দলবদলকে তৃণমূল ও বিজেপির মহড়া বলে আখ্যা দিলেন।


 তিনি বলেন,এই দলবদলের ফলে সাধারণ মানুষ আর সারদার টাকা ফিরে পাবেন না।তেমনি নারদা,সারদায় অভিযুক্তরাও শাস্তি পাবেন না। নারদা,সারদার ছোট,ছোট চোরেদের নিয়ে বড়ো চোরের দল গড়ছে বিজেপ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন,এই ছোটো চোর আর বড়ো চোর অর্থাৎ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই সমান ভাবে জারি থাকবে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতাকে নাটক বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি,রাজ্যের মতুয়াদের নিয়ে বিজেপি ও তৃণমূল বিভাজনের রাজনীতিতে মেতেছে বলেও দুই দলকেই একহাত নেন তিনি।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View



Tags:    

Similar News