এখনও অধরা অভিযুক্ত কনস্টেবল রাজেশ মন্ডল,এস,পি'র কাছে ডেপুটেশন দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

Update: 2021-03-02 17:26 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কলকাতা হাইকোরেট এক পুলিশ কনস্টেবলের জামিনের আবেদন নাকচ করলেও আজও অধরা সে। রাজেশ মন্ডল নামে বাঁকুড়ার ইন্দাস থানায় সেই সময় কর্মরত এই কনস্টেবলের বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ তোলেন এক মহিলা। এমনকি তার কিছু ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লেকমেলও করতেন রাজেশ।


 এই ঘটনা জানিয়ে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা। এফআইআর দায়ের হয় গত বছরের ২৩ শে জুন। কিন্তু এরপরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। ইন্দাস থানা থেকে রাজেশকে বিষ্ণুপুর থানায় বদলি করা হয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। তবুও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত কনস্টেবল রাজেশের গ্রেপ্তারের দাবীতে আজ বাঁকুড়া পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের কাছে ডেপুটেশন দেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,ইন্দাসের বাসিন্দা এই নির্যাতিত মহিলা তাকে টেলিফোনে পুরো ঘটনা জানান।


 এমনকি অসহায় অবস্থায় আত্মহত্যাও করার কথা ভাবছিলেন। তাই সেই মহিলার পাশে তিনি দাঁড়ান। এবং ওই মহিলা তাদের মোর্চার সদস্য না হলেও মোর্চা তাকে আইনি সহায়তা করার আশ্বাস দেয়। তাই অভিযুক্ত কে গ্রেপ্তারের দাবীতে আজ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।

 এবং তিনি জানান দিন দশের মধ্যেই রাজেশকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News