'খেলা হবে' না 'খেলা শেষ হবে' - তা নিয়ে কনফিউজড দেব!রানীবাঁধের সুপুরে নির্বাচনী সভায় স্বীকার করলেন তিনি।

Update: 2021-03-19 11:01 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে বৃহস্পতিবার পুরুলিয়ায় খেলা শেষ হবে বলে পালটা সরব হন নরেন্দ্র মোদী। এর পর থেকেই গোটা বাংলা জুড়ে খেলা হবে বনাম খেলা শেষ হবের লড়াই জারি। এরই মধ্যে আজ বাঁকুড়ায় ঝটিকা সফরে এসে অভিনেতা তৃণমূল সাংসদ দেব জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন।


জেলার রানীবাঁধ বিধানসভার সুপুর হাইস্কুল মাঠে তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে আয়োজিত নির্বাচনী সভার মঞ্চে পা রাখা মাত্রই খোকা বাবুকে উদ্দেশ্য করে কর্মী সমর্থকরা খেলা হবে স্লোগান তুলে সরব হন। বাধ্য বক্তব্য রাখতে গিয়ে খেলা হবে প্রসঙ্গে আসতে বাধ্য হন দেব।

তিনি বলেন বাজারে খেলা হবে আর খেলা শেষ হবে খুব চলছে। আমি এসব রাজনীতি খুব একটা বুঝি না। কার্যত এই খেলা হবে আর খেলা শেষ হবে নিয়ে কনফিউজড খোদ খোকা বাবুও।


 তবে তার আক্ষেপ এখনও দেশে ধর্ম নিয়ে খেলা হচ্ছে। বিভেদের রাজনীতি করছে একটা দল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ধর্ম নিয়ে রাজনীতি করেনা। রানীবাঁধে সভা শেষে দেবের হেলিকপ্টার উড়ে যায় কোতুলপুরে।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News