মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তাল ইন্দাস,পুলিশ -বিজেপি খণ্ডযুদ্ধ, ব্যাপক লাঠি চার্জ পুলিশের।

Update: 2023-06-14 12:21 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মনোনয়ন দাখিলে বাধা দিতে পুলিশকে সাথে নিয়ে ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল এই অভিয তুলে মনোনয়নের প্রথম দিন থেকেই সরব গেরুয়া শিবির।আজ ইন্দাসে মনোনয়ন পত্র জমা দেওয়া কে কেন্দ্র করে পুলিশ ও তৃণমূলের বাধা প্রতিহত করতে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায় গেরুয়া বাহিনীর। বুধবার ইন্দাস বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, মিছিল আটকাতে পাল্টা ইন্দাসের পিরতলায় জমায়েত করে তৃণমূল। পাশাপাশি,সেখানে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

বিজেপির অভিযোগ, তাদের মিছিল জোর করে আটকে দেয় পুলিশ।প্রতিবাদে সেখানেই ধর্ণা বিক্ষোভ শুরু করে দেন তারা। এর পর ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া দলবল নিয়ে মিছিল করে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। আর তাতেই ছড়ায় উত্তেজনা। মুহূর্তের মধ্যে বিজেপির ও পুলিশে খন্ডযুদ্ধ বেঁধে যায়। বিধায়কের সাথে পুলিশের ধস্তাধস্তি চলে। মিছিল থেকে পুলিশ কে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে উত্তেজিত বিজেপি সমর্থকেরা পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন।

 পাশাপাশি,ছোড়া ইটের আঘাতে বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান সহ বেশ কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিধায়ক নিজেও আঘাত পান বলে দাবি করেছে বিজেপি।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News