ধান চাষে ঘাটতি,চাষীদের বিকল্প হিসেবে বর্ষাকালীন পেঁয়াজ চাষে জোর উদ্যান পালন বিভাগের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার ধান চাষে জেলায় ঘাটতি রয়েছে পর্যাপ্ত বৃষ্টির অভাবে! তাই চাষীদের বিকল্প চাষ হিসেবে বর্ষাকালীন পেয়াঁজ চাষের ওপর জোর দিতে চাইছে জেলার উদ্যান পালন বিভাগ। এই স্বল্প মেয়াদী পেঁয়াজ চাষে যেমন চাষীরা দু পয়সা লাভের মুখ দেখবেন তেমনি আবার রাজ্যে পেঁয়াজয়ের চাহিদাও খানিকটা মিটবে। এবার নাসিকে বন্যার ফলে সেখানে পেঁয়াজ উৎপাদন মার খাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জেলার চাষীদের বর্ষাকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত করতে জেলার উদ্যানপালন দপ্তর জয়পুরের বনলতা রিসর্টের সভাকক্ষে একদিনের বিশেষ সেমিনারের আয়োজন করে। এদিন, রাজ্যের প্রতিমন্ত্রী শ্যমল সাঁতরা, জিলা পরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল, উদ্যান পালন বিভাগের সহ অধিকর্তা মলয় মাজি প্রমুখ পেয়াঁজ চাষে চাষীদের উৎসাহিত করতে সেমিনারে বক্তব্য রাখেন। চাষীরাও জানান এই বর্ষাকালীন পেঁয়াজ চাষ তাদের ধান চাষের বিকল্প হিসেবে রোজগার দেবে। জেলা পরিষদের সহ সভাধিপতি তথা কৃষি বিশারদ শুভাশিস বটব্যাল বলেন আমরা এই পেঁয়াজ চাষের প্রতি চাষীদের আগ্রহ বাড়াতে তাদের সবরকমের সহায়তা করব। রাজ্যে পেঁয়াজের ভালো বাজার রয়েছে। তাই চাষীরা এই স্বল্প মেয়াদী বর্ষাকালীন পেঁয়াজ চাষে ভালো লাভও ওঠাতে পারবেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]