টানা কদিনের অকাল বর্ষনে জেলায় ক্ষতি ২৫,৩৯৭ লাখ টাকার ফসল, জানাল কৃষি দপ্তর।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : টানা কয়েকদিনের অকাল বৃষ্টিতে জেলায় আউস,আমন ধান ও মরসুমী সবজি মিলিয়ে প্রায় ৫৭ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রথমিক ভাবে হিসেব দিয়েছে জেলা কৃষি দপ্তর। আর এই ফসলের ক্ষতির অঙ্ক দাঁড়াবে প্রায় ২৫,৩৯৭ লাখ টাকা বলে জানিয়েছে কৃষি দপ্তর। এবং এই ক্ষতির পরিসংখ্যান নবান্যেও জানানো হচ্ছে। জেলার বিষ্ণুপুর মহকুমায় ধান চাষে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে। পাশাপাশি, টানা বৃষ্টিতে শহরের ১৬ নাম্বার ও ২৩ নাম্বার ওয়ার্ডের কিছু এলাকা জল মগ্ন হয়ে পড়ে। ইন্দপুরে বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে ও জলে ডুবে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় কিছু কাঁচা বাড়ী ভাঙ্গা ও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। পাশাপাশি, টানা বর্ষনে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী,শীলাবতী,কংসাবতী, শালী ও দামোদরে জল বাড়ায়, কিছু কজওয়ে ও সেতুর ওপর দিয়ে নদীর জল বয়ে যাওয়ায় চলাচলের স্বাভাবিক ছন্দ ব্যহত হয়।
জেলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বৃষ্টিপাতের হার ছিল ৫২.৩ মিলিমিটার। আবার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬৩ মিলিমিটার।এরপরও এদিন বিকেল পর্যন্ত আরো ৮.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলায়।
জেলা শাসক উমা শঙ্কর এস জানিয়েছেন,পরিস্থিতির ওপর প্রতি ব্লকের ভিডিও দের নজর রাখতে বলা হয়েছে। কৃষি দপ্তর চাষে ক্ষয়, ক্ষতির প্রাথমিক হিসেব দিয়েছে। পরে এই ক্ষতির পুরো হিসেব দিলে তা আরও বাড়বে।
এদিকে,জল বাড়লেও জেলার নদী গুলোতে তা বিপদ সীমাত নীচেই আছে বলে জেলা সেচ দপ্তর সুত্রে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]