নিটের মেধা তালিকায় স্থান পাওয়া হবু ডাক্তার সৌম্যদীপ কে টিপস দিলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

Update: 2021-11-04 11:55 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নিজে ডাক্তার। তাই নিটে ১৯ র‍্যাঙ্ক করা জেলার হবু ডাক্তার সৌম্যদীপ হালদারকে ডাক্তারির পাঠের একগুচ্চ টিপস দিলেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। বাঁকুড়ার সোনামুখীর এই কৃতি পড়ুয়ার বাড়ি গিয়ে তার হাতে প্রীতি উপহারও তুলে দেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সৌম্যদীপকে অভিনন্দনও জানান তিনি। এমনকি বেশ কিছুক্ষণ সৌম্যদীপের সাথে কাটান তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর এই ভূমিকা স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রশংসা কুড়োয়। পাশাপাশি,সৌম্যদীপের পুরো পরিবারও আপ্লুত।প্রসঙ্গত,এবছর সর্বভারতীয় স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা (নিট)-এর মেধা তালিকায় ১৯ তম স্থান অর্জন করেছে বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা এবং বাঁকুড়া ডিএভি স্কুলের ছাত্র সৌম্যদীপ সরকার।

 এবার সর্বভারতীয় মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকে কেবল মাত্র সৌম্যদীপই স্থান পেয়েছে। বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা সৌম্যদীপ হালদারের প্রাপ্ত নম্বর ৭১৫। ছোটো বেলা থেকেই সৌম্যদীপের ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল।এই বছর ৯৫.৬ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক করেছে বাঁকুড়ার ডিএভি স্কুল থেকে। তার ইচ্ছে দিল্লীর এইমস থেকে ডাক্তারি পড়ার। তার এই পড়াশোনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News