বিয়ে বাড়ী যাওয়ার পথে কাঠের সেতু থেকে দামোদরের জলে পড়ল মারুতি ভ্যান,পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল ৮ জনের।

Update: 2022-06-06 18:03 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাঠের সেতু থেকে দামোদরের জলে পড়ল মারুতি ওমিনি ভ্যান! বরাত জোরে বেঁচে গেল ৮ টি প্রাণ। এই ৮ জনের মধ্যে রয়েছে দুটি শিশুও। এই ঘটনাটি ঘটে পুর্ব বর্ধমানের গলসী থানার শিল্যাঘাট ও বাঁকুড়ার পাত্রসায়র থানার খাঁ পাড়ার এলাকার মধ্যবর্তী কাঠের একটি আস্থায়ী সেতুতে। এই সঙ্কীর্ণ সেতু পারাপারের সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে দামোদরের জলে পড়ে যায়।সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমে পড়ে। খবর পেয়ে গলসী ও পাত্রসায়র থানা থেকে দুর্ঘটনা স্থলে পৌঁছয় পুলিশ এবং পুলিশের তৎপরতায় গাড়ীর চালক,২টি শিশু ও এক বৃদ্ধ সহ ৮ জনকে উদ্ধার করে।

আহত ৮ যাত্রীকে গলসী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে।এই গাড়ী চড়ে পুর্ব বর্ধমান থেকে বাঁকুড়ায় বিয়ে বাড়ীতে যোগ দিতে আসার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন নুর আলমের পরিবার। এদিকে,এই দুর্ঘটনার পর এই সেতুতে নিরাপত্তা জোরদার করার দাবী উঠছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News