বিল বকেয়া থাকায় ইলেক্ট্রিক লাইন কেটে দেয় বিদ্যুৎ পর্যদ,পড়শীর বাড়িতে চার্জ দিয়ে এমারজেন্সি লাইটে পড়েই উচ্চ মাধ্যমিকে ৫ স্থান অর্পিতার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অভাব নিত্য সঙ্গী। তবুও হাল ছাড়েনি অর্পিতা। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কেটে দেয় বিদ্যুৎ পর্ষদ।অগ্যতা ভরসা ছিল একটি এমারজেন্সি লাইট। পড়শীর বাড়িতে দিনে সেই চার্জার লাইটে চার্জ দিয়ে রাতে পড়াশোনা করত সে।মনের জোর আর লড়াই চালিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশেষে আর্পিতা বড়ো সাফল্য পেল উচ্চ মাধ্যমিকের রেজাল্টে। বাঁকুড়ার সোনামুখীর পাথরমোড়া হাইস্কুলের ছাত্রী অর্পিতা মন্ডল এবার উচ্চ মাধ্যমিকে ৪৯৫ নাম্বার পেয়ে রাজ্যে চতুর্থ হয়েছে।এবং জেলায় সর্ব্বোচ্চ নাম্বার পেয়েছে।
অর্পিতার আগামীর স্বপ্ন শিক্ষিকা হয়ে সমাজ গড়ার। তবে,তার উচ্চ শিক্ষার খরচ যোগানো যেমন দুষ্কর পাশাপাশি,বিদ্যুতের বকেয়া বিল মিটিয়ে ফের বাড়ীতে বৈদ্যুতিক লাইনের সংযোগের খরচা যোগানোও চাপের।এই অবস্থায় কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা তকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উপকৃত এবে এই দুঃস্থ মেধাবী ছাত্রীটি তা বলাই বাহুল্য।
👁️দেখুন 🎦ভিডিও। 👇