#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোনামুখী থেকে রাইট ব্যাঙ্ক ইরিগেশন ডিভিশনের অফিস বর্ধমানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে এবং ফের সোনামুখীতে এই অফিস পুনরায় ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন এলাকার কৃষিজীবী মানুষ ও স্থানীয় ঠিকাদাররা। আন্দোলনকারীদের দাবী, ডিভিসির জন্ম লগ্ন থেকে রাইট ব্যাঙ্ক ইরিগেশন ডিভিশনের অফিসটি সোনামুখীতে স্থাপন করা হয়। এবং এই ডিভিশনের কাজের পরিধি ছিল বাঁকুড়া, বর্ধমান ও হুগলী জেলার প্রায় ১০৫ কিলোমিটার জুড়ে। খুব সম্প্রতি এই অফিসটি বর্ধমানে স্থানান্তরিত করা হয়। তার ফলে এবার থেকে স্থানীয় চাষীদের অভাব,অভিযোগ জানাতে বর্ধমানে ছুটতে হবে। তেমনি স্থানীয় ঠিকাদাররাও এই দপ্তরে কাজ করা রুজিরুটি চালাচ্ছিলেন তাও বন্ধ হবে। তাই তারা ফের সোনামুখীতে এই অফিস ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ আন্দোলনে নামেন।আন্দোলনকারীরা এই দাবী দাওয়া মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জানিয়েছেন। সমস্যা না মিটলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]