মন্থন ষষ্ঠীর আরাধনার মধ্য দিয়ে মর্ত্যে চড়িয়ে পড়ল মা দুর্গার আগমনী বার্তা।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ মন্থন ষষ্ঠী।যা গ্রাম বাংলায় চাপড়া ষষ্ঠী নামে সর্বাধিক পরিচিত। ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালিত হয় চাপড়া ষষ্ঠী ব্রত। বিবাহিতা মহিলারা তাদের সন্তান কামনায়, এবং মায়েরা সন্তান,সন্ততির মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। শহর বাঁকুড়ার প্রাচীন পল্লী গুলিতে এই ব্রত উৎযাপনের রীতি আজও বিদ্যমান।বাঁকুড়া শহরের বড়ো কালীতলার কালী পুকুরে মন্থন ষষ্ঠীর আরাধনার চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সকাল থেকেই এই পুকুর ঘাটে পুণ্যর্থীদের ভীড় নজরে পড়ে।ব্রত উৎযাপনকারীরা জানালেন এই মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী পালনের সাত কাহন।
গ্রাম বাংলায় কথিত আছে, চাপড়া ষষ্ঠী উৎযাপনের মাধ্যমে দুর্গা পুজোর আগমনীর বার্তা ছড়িয়ে পড়ে মর্ত্যে। এদিন ঘোলের মন্থন দন্ডকে মা ষষ্ঠী রূপে পুজো করা হয়। ভাদ্র্যের ষষ্ঠী তিথিতে শহর বাঁকুড়ার পাশাপাশি, সারা জেলা তথা বাংলা জুড়ে পালিত হল মন্থন ষষ্ঠী ব্রত। আর নদী বা জলাশয়ে চাপড়া ভাসিয়ে মায়েরা গেয়ে উঠলেন চাপড়া যায় ভেসে,ছেলে বাঁচুক হেসে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও 👇