তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে পুলিশ ও ডাক্তারদের চরম হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তীর!

তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে পুলিশ ও ডাক্তারদের চরম হুঁশিয়ারি দিয়ে কার্যত ফের একবার বিতর্কে জড়ালেন সাংসদ অরূপ চক্রবর্তী।;

Update: 2024-08-18 15:26 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আজ তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি ছিল সারা রাজ্য জুড়ে। বাঁকুড়া শহরের মাচানতলার ধর্ণা মঞ্চ থেকে পুলিশ ও ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী। এমনকি তিনি বলেন ডাক্তারদের কর্ম বিরতিতে কোন রোগী মারা গেলে জনরোষে পড়বেন ডাক্তাররা। আজ বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে এই বিস্ফোরক বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী। এমনকি পরে মঞ্চ থেকে নেমে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তার অবস্থানে অনড় থাকেন।

এদিকে,সাংসদের মতো দায়িত্বপূর্ণ পদে থেকে এভাবে  প্রকাশ্যে মঞ্চে পুলিশকর্মী ও ডাক্তারদের হুঁশিয়ারির ঘটনাকে ঘিরে সারা জেলা জুড়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। এখন দেখার অরূপ বাবু তার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে সৃস্টি বিতর্ককে কি ভাবে সামাল দেন?খোদ তৃণমূল কংগ্রেসের অন্দরেই এই হুঁশিয়ারি নিয়েও চর্চা চলছে পুরো দমে। এমনটাই সুত্রের খবর।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News