রাজ্যে পঞ্চম এবং জেলায় ছেলেদের মধ্যে সেরা ঈশান বড়ো হয়ে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়।

Update: 2023-05-19 14:53 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার পুয়াবাগানের বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্র ঈষান পাল ৬৮৮ নাম্বার পেয়ে এবার মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে।এবং জেলায় ছেলেদের মধ্যে সেরা রেজাল্ট করেছে ঈষান বাবা সুব্রত পাল পেশায় শিক্ষক এবং মা মালবিকা দেবীও শিক্ষকতা করেন। তাই বাড়িতে পড়াশোনার আবহ ছিলই। তার ওপর বড়ো হয়ে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। এই ভাবনা থেকে পড়াশোনায় জোর দেয় ঈষান। তবে, বাঁধাধরা ছকে পড়াশোনার করা তার পছন্দ ছিল না।বরং নিজের মতো করে পড়াশোনা করাতেই সে ভালোবাসত।

 পড়ার পাশাপাশি, তা মুখস্থ করে ও লিখে সে দক্ষতা বাড়াত নিয়মিত। আর তার এই সাফল্যের পিছনে বাবা ও মা দুজনের অবদান রয়েছে বলেই মনে করে সে। তার এই সাফল্যের সাত কাহন খোলামনে জানিয়েছে আমাদের ক্যামেরায়। আসুন শুনে নেওয়া যাক সেই সাফল্যের কাহিনি।বাঁকুড়া২৪X৭ এর পক্ষ থেকে ঈষানের প্রতি রইল অনেক,অনেক শুভেচ্ছা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News