পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু,উত্তাল পুয়াবাগান, মৃতদেহ ফেলে পথ অবরোধে সামিল মহিলারাও।

Update: 2022-03-04 14:09 GMT



বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া সদর থানার পুয়াবাগান এলাকা। এদিন পুয়াবাগান ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক মিশ্র (৫৬) নামে এক সাইকেল আরোহী। মানিক বাবু ইন্দপুর থানা এলাকার বাসিন্দা হলেও তিনি বর্তমানে কর্মসুত্রে পুয়াবাগান এলাকায় বাড়ী বানিয়ে বসবাস করছিলেন।অন্যান্য দিনের মতোই তিনি শুক্রবার সাইকেলে চড়ে পুয়াবাগান মোড়ে বাজার করতে গিয়েছিলেন। ফেরার পথে পাথর বোঝাই ডাম্পারটি তাকে পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় মানিক বাবুর। এর পরই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ রাজ্য সড়কে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।

 চলে পথ অবরোধ। এই অবরোধ বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাও। পুলিশ গাড়ী ঘিরে চলে বিক্ষোভ। এদিকে,এই অবরোধের জেরে বেশ খানিক্ষন ধরে রাজ্য সড়ক জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এক শ্রেণির পুলিশ কর্মী এই রাস্তায় গাড়ী আটকে টাকা তোলে,এবং গাড়ী গুলিকে পিছু ধাওয়া করার ঘটনা প্রায় ঘটে। আর গাড়ীর চালকরা পুলিশের নাগাল এড়াতে দ্রুত গতিতে বেপরোয়া গাড়ী চালান। যার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে বলে এলাকার মানুষের ক্ষোভ।যদিও,পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এদিন,বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

 পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News