#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরে দুদিনের বালুচরী হাটে তাঁতীদের মজাজনী ফাঁদ ও ফড়েদের হাত থেকে বাঁচতে প্রায় ৭০০ শাড়ী কিনল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজ। পাশাপাশি শনিবার থেকে চলা এই বালুচরী হাটে সরাসরি তাঁতীদের কাছ থেকে বাজার থেকে অনেক কম দামে সাড়ী কিনলেন আম জনতাও। বালুচরী ছাড়াও বিষ্ণুপুরী সিল্ক,সোনামুখী সিল্ক, সহ নানা শাড়ীর পসরা নিয়ে এই হাটে হাজির হন কারিগররা। বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল জানান পূজোর আগে এই সময়টা বিষ্ণুপুরে পর্যটক যেমন কম আসেন, তেমনি বাজারেও শাড়ীর চাহিদা কম থাকে।তাঁতীদের এই মন্দার বাজারের সুযোগ কে কাজে লাগিয়ে মহাজন ও ফড়েরা কমদামে তাঁতীদের কাছে শাড়ী কিনে পুজোর বাজারে বেচার জন্য জমিয়ে রাখে। আর পুজোর বাজারে শাড়ী বেচে তাঁতীদের থেকে বেশী মুনাফা লোটে এই মহাজনরা। এই মহাজনদের ফাঁদ থেকে তাঁতীদের বাঁচাতেই এই হাটের মাধ্যমে তাঁতীদের সরাসরি বেচার সুযোগ করে দেওয়া এবং তন্তুজ কে দিয়ে তাঁতীদের শাড়ী কেনানোর মাধ্যমে তাঁতীদের লোকসানের হাত থেকে বাঁচাতেই এই হাটের আয়োজন।
অন্যদিকে, তন্তুজের এম,ডি রবীন্দ্রনাথ রায় জানান এবার এই হাট থেকে ৮০০ শাড়ী কিনবে তার সংস্থা। এই শাড়ী তন্তুজের বিভিন্ন বিপণন কেন্দ্র বিক্রি করা হবে। গত বছর তন্তুজ মাত্র ৪০০ শাড়ী কিনেছিল। এবার তা বেড়ে ৮০০ হতে চলেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]