এই দফার ভোটে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে,তার মধ্যে বাঁকুড়াতেই মোতায়েন ১৪৫ কোম্পানি।জানালেন,বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এই পর্বের ভোটে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে তার মধ্যে বাঁকুড়া জেলায় মোতায়েন করা হচ্ছে ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলে জানালেন বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে। বাঁকুড়া জেলায় আজ বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে সার্কিট হাউসে পুলিশ, প্রশাসন,জেলার অবজার্ভার এবং জেলার রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিদের সাথে বৈঠকে সারেন। তিনি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, জেলার জঙ্গল মহলে মাও প্রভাবিত বলে পরিচিতি ছিল এমন এলাকায় ভোটের দিন বিশেষ নিরাপত্তা থাকছে। বিভিন্ন সোর্স মারফত পাওয়া খবর খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। পাশাপাশি, জেলার ভিন জেলা লাগোয়া সীমানাবর্তী এলাকায় বহিরাগত লোকের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টার করে কলকাতা থেকে জেলায় আসেন বিবেক দুবে। কয়েক দফায় বৈঠক সারার পর বিকেলে তার ফের কলকাতায় ফিরে যান।জেলায় প্রাক ভোট নিরাপত্তার প্রস্তুতি দেখে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন বিবেক দুবে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]