টিকাকরণে রোগ ঠেকাতে জেলায় শুরু মিশন ইন্দ্রধনুষ, চলবে ১২ আগস্ট পর্যন্ত।

Update: 2023-08-07 19:54 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : টিকাকরনের মাধ্যমে ঠেকাতে সারা দেশ ও রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও চালু হল মিশন ইন্দ্রধনুষ। সোমবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলার মুখ‍্যস্বাস্থ‍্য আধিকারিক ডা:শ‍্যামল সোরেন। উপস্থিত ছিলেন ডেপুটি সিএমও এইচ ডা: সজল বিশ্বাস সহ জেলার অন্যন্য আধিকারিক ও কর্মকর্তা বৃন্দ।সারা দেশ ও রাজ‍্যের সাথে এই কর্মসূচি বাকুড়া জেলা জুড়ে আজ থেকে শুরু হলো। প্রথম দফায় চলবে ৭ই আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত। এই পর্যায়ে জেলায় ৫ বছর পর্যন্ত যে সকল শিশু এবং গর্ভবতী মা টিকাকরনের আওতার বাইরে রয়েছেন,বা যারা এখনো টিকা নেয়নি তাদেরকে চিহ্নিত করে টিকাকরনের ব্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর। তাই তাদের টিকা দেওয়ার জন্য জেলার সমস্ত টিকাকরন কেন্দ্র থেকে এই বিশেষ কর্মসুচি চালানো হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে,বাঁকুড়া

জেলায় বর্তমানে টিকা নেয়নি এমন ২ বছর বয়স পযর্ন্ত শিশু রয়েছে ৬,৭,৪৬ জন এবং ২ থেকে ৫ বছর পযর্ন্ত শিশু রয়েছে ১,৫,৪১ জন এবং গর্ভবতী মহিলা রয়েছেন ১,২,৩৪ জন। জেলা জুড়ে মোট ৭১০ টি সেশনের মাধ্যমে এদের সকলকে টিকাকরনের লক্ষ্যমাত্রা স্থির করেছে স্বাস্থ্য দপ্তর।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News