কোভিড পরিস্থিতিতে ঈদের কেনাকাটায় ভাটা,জেলার মফস্বল ও গ্রামীণ ব্যাপারীদের মাথায় হাত।

Update: 2021-05-14 04:16 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড পরিস্থিতিতে এবার ঈদের কেনাকাটায় ভাটা জেলার মফস্বল ও গ্রামীন বাজার গুলিতে। সদর শহরে সামান্য বেচা- কেনা হলেও মফস্বল গ্রামের হাট,বাজারে তা কার্যত শিকেয় উঠেছে। ব্যাপারীরা,জামা,কাপড়, জুতোর পাশাপাশি, লাচ্চা,সেমাই,আতর,টুপি,ফল,মিষ্টি সহ নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসলেও খদ্দেরের দেখা নেই।


 জেলার পাত্রসায়রের রসুলপুর বাজারে এমন চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অন্যবার ঈদের আগের দিন দোকানীদের দম ফেলার ফুরসৎ থাকেনা। বিক্রি-বাট্টা ভালো হওয়ায় মুনাফাও ভালো হত ব্যবসায়ীদের। এবার,খদ্দেরই নেই। মুনাফা তো দূরঅস্ত উলটে মোট টাকা লোকসান মুখে পড়তে হবে আমির,বা জাহাঙ্গীরদের মতো ব্যাবসায়ীদের!

এবার,দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেও আছড়ে পড়ার ফলেই ঈদের খুশীতে খানিক রাশ পড়েছে। কোভিড আবহে রোজগারের টান,আর কোভিড সতর্কতায় হাটে- বাজারের ভীড় এড়িয়ে যাওয়ার প্রবণতার জেরে বাজারে ঈদের কেনাকাটা শিকেই উঠেছে।


 এমনিতেই বেচা -কেনা নেই।ব্যবসায়ীরা ভেবে ছিলেন ঈদের সময় বাজারে বেচা -কেনা ভালো হবে। দীর্ঘদিন পর রোজগারের মুখ দেখবেন তারা। কিন্তু বাস্তবের চিত্রটা যে একেবারেই উলটো তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News