ইন্দোরের মতো কোভিড ঠেকাতে শহরে ড্রোন স্যানিটাইজেশনের উদ্যোগ সাংসদের,পালটা কটাক্ষ তৃণমূলের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গত বছর কোভিড ঠেকাতে ড্রোনের সাহায্যে শহর জুড়ে স্যানিটাইজেশন করে সারা দেশের নজর ইন্দোর পুরসভা। এবার ইন্দোরের মতো শহর বাঁকুড়ায় একই ভাবে ড্রোন ব্যবহার করে স্যানিটাইজেশন কর্মসুচীর উদ্যোগ নিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। শহরের মাচানতলায় সোমবার এই কর্মসুচীর সূচনা করেন তিনি। এবার সারা শহর জুড়ে নিয়মিত এই কাজ চলবে। এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি, শহর স্যানিটাইজেশনের প্রসঙ্গ তুলে তিনি বাঁকুড়া পুরসভার ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন এদিন।
এমনকি কোভিড পরিস্থিতিতে পুরসভা শহরে ঠিকমতো স্যানিটাইজেশনের কাজ করছে না বলেও অভিযোগ তোলেন তিনি। বাঁকুড়া শহর থেকে শুরু হলেও এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা জুড়ে এই কর্মসুচী নেওয়া হবে বলেও জানান সুভাষ বাবু।
অন্যদিকে ,সাংসদ সুভাষ সরকারকেও পালটা আক্রমণ করেন বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল। এবং এই ইস্যুতে সাংসদকে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ বাবু।ফলে এই ড্রোন স্যানিটাইজেশন নিয়ে কার্যত রাজনৈতিক কাজিয়া তুঙ্গে উঠল তা বলাই বাহুল্য।
👁️দেখুন 🎦ভিডিও। 👇