ভগ্নপ্রায় স্কুল বিল্ডিং,একটি কক্ষেই গাদাগাদি করে চলছে ৫টি ক্লাস ! সারেঙ্গা থেকে অভিযোগ জানাচ্ছেন : রঞ্জিত মহাপাত্র।

Update: 2018-12-13 13:12 GMT

#অভাব অভিযোগ পাড়ায়,পাড়ায় : জঙ্গলমহলের সারেঙ্গা চক্রের ঢেপুয়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বিল্ডিংয়ের একটা অংশ দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে স্কুল বিল্ডিংটির ভগ্নপ্রায় দশা। ছাদ থেকে খসে পড়েছে পলস্তরা। ভেঙ্গে পড়ছে চাঙ্গড়! সিমেন্ট খসে গিয়ে উঁকি মারছে কঙ্কালসার রডের সারি!

এই অবস্থায় কচিকাঁচাদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করা সম্ভবপর নয়। তাই, বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষের মধ্যেই গাদাগাদি করে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালাতে হচ্ছে।

এতে, পঠন পাঠনের সুস্থ পরিবেশ যেমন নষ্ট হচ্ছে,তেমনি একসাথে সব পড়ুয়াদের ওপর নজরদারি রাখাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক,শিক্ষিকাদের পক্ষে। ফলে কাগজে,কলমে পঠন পাঠন হচ্ছে ঠিকই! কিন্তু তার মান একেবারে তলানিতে ঠেকেছে।

অথচ, যখন এই স্কুলটি ১৯৫৪ সালে যখন প্রথম শুরু হয়েছিল, তখন প্রায় ৭০ জন পড়ুয়ার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর আলাদা,আলাদা কক্ষে পঠন,পাঠন চলত।

এখন সেই কক্ষগুলির ভগ্নপ্রায় দশার জন্য একটি কক্ষেই গাদাগাদি করে পঠন পাঠন চলছে।

এই স্কুলটিতে ঢেপুয়া ও পার্শ্ববর্তী গ্রাম কটালশোলের থেকে পড়ুয়ারা আসে। জঙ্গল মহলের এই প্রাথমিক স্কুলটিতে অবিলম্বে স্কুল বিল্ডিংটির সংস্কার করে প্রশাসন পঠন,পাঠনের সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনুক সেই অনুরেধ রইল। আশা করি, অবিলম্বে স্কুলটির সমস্য মেটাতে উদ্যোগী হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা প্রশাসন।

রঞ্জিত মহাপাত্র, সারেঙ্গা

বাঁকুড়া।

#দেখুন ভিডিও। [embed]Full View

Similar News