দু'বছর আগে বর্ষায় ভেঙ্গে পড়া সেতুর আজও বেহাল দশা! চরম দূর্ভোগে আম জনতা। অভাব অভিযোগ বিভাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন গঙ্গাজলঘাটি থেকে শচিদানন্দ খাওয়াস।
#অভাব অভিযোগ পাড়ায়,পাড়ায় : বাঁকুড়া,ছাতনা থেকে আগয়া বনশোল হয়ে নডিহি উখড়াডিহি সহ পনেরো কুড়িটি গ্রামে পৌছানোর একমাত্র রাস্তার ওপর একটি সেতু প্রায় দুবছর আগে বর্ষার সময় অতিরিক্ত বানের কারণে ভেসে গেছে।বনশোল ও বামুনডিহা গ্রামের মাঝে থাকা নদীর ওপর সেতু টি ।বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও দূর্ভোগগ্রস্ত গ্রামবাসীরা কোনো সমাধান করতে পারেনি। সাধারণ মানুষ,ছাত্রছাত্রীরা নিত্যদিন দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
সব জেনেশুনেও প্রশাসন এ ব্যাপারে চরম উদাসীন ।প্রশাসনের তরফ থেকে একবারও এ মুখো হয়নি কেউ।কবে এই সেতু দিয়ে আবার ছাত্রছাত্রীরা বিদ্যালয় যেতে পারবে,সাধারণ মানুষ সহজে গন্তব্যস্থলে ফিরতে পারবে তার উত্তর গ্রামবাসীদের কাছে নেই। তাই, অবিলম্বে জেলা প্রশাসবের দৃষ্টি আকর্ষণ করে সমস্য সমাধানের আর্জি রইল।
# সচিদানন্দ খাওয়াস