ব্রেকিং নিউজ

ওয়ার্ল্ড টয়লেট ডেতে 'লোটা' জ্বালিয়ে নির্মল বাঁকুড়ার শপথ আমলা থেকে আমজনতার।

ওয়ার্ল্ড টয়লেট ডেতে লোটা জ্বালিয়ে নির্মল বাঁকুড়ার শপথ আমলা থেকে আমজনতার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "লোটা"- জ্বালিয়ে 'ওয়ার্ল্ড টয়লেট ডে' -তে আমলা থেকে আম জনতা একসাথে নির্মল বাঁকুড়ার জন্য অঙ্গীকার করলেন

"আর বাইরে শৌচকর্ম নয়, সবার বাড়ীতে শৌচাগার থাকবে অবশ্যই" মূলত এই বার্তায় দেওয়া হল আজ এই অনিষ্ঠান মঞ্চ থেকে। শহরের রবীন্দ্র ভবন মঞ্চে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ওয়ার্ল্ড টয়লেট ডের অনুষ্ঠানে প্রশাসনিক কর্তা, জন প্রতিনিয়ধি, স্কুল কলেজের ছাত্র,ছাত্রী, শিক্ষক,শিক্ষিকা, বিভিন্ন ধর্ম গুরু,সমাজসেবী সহ সমাজের বিভিন্ন স্তরের কয়েক হাজার মানুষের উপস্থিত ছিলেন।

জেলা শাসক উমা শঙ্কর এস জানান, বাঁকুড়া জেলা নির্মল জেলার তকমা লাভের দোরগোড়ায় রয়েছে। শীঘ্রই সরকারী স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষনা করা হবে।

এদিন, একই আভাস দেন নির্মল বাংলা প্রকল্পের এরাজ্যের কমিশনার দিব্যেন্দু বিশ্বাসও।

তিনি বলেন, বাঁকুড়া ইতিমধ্যেই সাড়ে চার লক্ষেরও বেশী শৌচাগার স্থাপন করেছে এবং গত একমাসে ১লক্ষ ৩৯ হাজার শৌচাগার তৈরী করে রাজ্যে নজীর সৃষ্টি করেছে।

তিনি আজ বাঁকুড়া থেকে রাজ্যব্যাপী নির্মল বাংলার প্রচারের কয়েকটি ভিডিওর আনুষ্ঠানিক সূচনাও করেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story