আগাম আবহাওয়া

ঘূর্ণিঝড় পেতাইয়ের দাপটে মঙ্গলবারও জেলা জুড়ে চলবে বৃষ্টি, পেতাইয়ের পাট চুকলেই জাঁকিয়ে পড়বে শীত, জানাল হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় পেতাইয়ের দাপটে মঙ্গলবারও জেলা জুড়ে  চলবে বৃষ্টি, পেতাইয়ের পাট চুকলেই জাঁকিয়ে পড়বে শীত, জানাল হাওয়া অফিস।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "পেতাই"- এর জেরে মঙ্গলবার বার পর্যন্ত জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। পাশাপাশি, পেতাই আছড়ে পড়ার পর, তার জের কাটলেই দিন কয়েকের মধ্যেই জেলায় জাঁকিয়ে পড়বে শীত।

এক ধাক্কায় তাপ মাত্রা ৩-৫ ডিগ্রী নেমে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ পৌষের শুরুতেই শীতের দাপট শুরু হয়ে যাবে।

আজ জেলায় সর্বনিম্ন তাপ মাত্রা ছিল ১৬.১ডিগ্রী আর সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রীর মতো বলে, জানিয়েছে জেলার আবহাওয়া দপ্তর।

তবে, আগামী কাল থেকে পারদ নামতে থাকবে। রবিবার রাত থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়। আজও চলে বৃষ্টি। জেলা আবহাওয়া দপ্তরের হিসেবে আজ জেলা জুড়ে বৃষ্টিপাতের গড় পরিমান ৯.২ মিলিলিটার।

এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও চলবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।বৃষ্টির পাট চুকলেই বাড়বে শীত।

Next Story