নজরে ভোট

গরুর গাড়ী চড়ে অভিনব রবিবাসরীয় ভোট প্রচারে শ্যামল সাঁতরা।

গরুর গাড়ী চড়ে অভিনব রবিবাসরীয় ভোট প্রচারে শ্যামল সাঁতরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারি,সারি সুসজ্জিত গরুর গাড়ী! আর রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভীড়! গরুর গড়ীতেই সওয়ারী বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। জয়পুরের কুচিয়াকোল এলাকায় এমন অভিনব প্রচারের আয়োজন করে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস। গাড়ীতে বসেই হাত নেড়ে,বা কখনও হাত মিলিয়ে ভোটের আবেদন সারলেন শ্যামল বাবু। ।আর তার এই অভিনব ভোট প্রচার নজর কাড়ল সবার।

#দেখুন 🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/humanitarian-candidate-shyamal-santra-rescued-hungry-old-woman/aug-16/" rel="attachment wp-att-4291">

Next Story