"বিবেকানন্দের মনের কষ্ট মেটাচ্ছে ভারত সরকার"- যুব দিবসের অনুষ্ঠানে মেজিয়ায় মন্তব্য সুভাষের।
বাঁকুড়া২৪ x৭প্রতিবেদন : দেশ গড়ার ভাবনা এবং তা পুরণ না হওয়ার কষ্ট নাকি বিবেকানন্দের মন কে নাড়িয়ে দিয়েছিল।দেশের নানান সমস্যা সমাধান করতে না পারায় মনে কষ্টও পেয়েছিলেন স্বামীজী। এমন উপলব্ধি থেকেই ভারত সরকার স্বামীজীর মনের কষ্ট লাঘব করতে একে,একে সব সমস্যা মেটাচ্ছে।স্বামীজীর ভাবধারায় আগামীতে বিকসিত ভারত গড়ার জন্য ছাত্র,ছাত্রী ও যুবদের কি করনীয় তার পাঠও দেন তিনি।স্বামীজীর ১৬২ তম জন্ম জয়ন্তীতে নেহেরু যুব কেন্দ্রে ও মেজিয়া বিবেকানন্দ ব্যায়্যামাগার এর উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
তিনি, এই অনুষ্ঠানে পরিবেশিত দেশাত্মবোধক নাচ ও গানের প্রশংসাও করেন। তার কথায় বিকসিত ভারতের যে পথ স্বামীজী দেখিয়েছেন সেই পথে আমরা সকলে হাঁটলেই সব সমস্যার সুরাহা হবে।
👁️🗨️ দেখুন 🎦ভিডিও 👇