পুনিশোলে নির্দল গোঁজ আর আইএসএফের জোড়া ফলায় কঠিন লড়াইয়ের মুখে তৃণমূল।
তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় তৃণমূলের বিদায়ী প্রধান নিজে এবং তার অনুগামীদের নিয়ে মোট ১৬ টিরও বেশী আসনে নির্দল প্রার্থী খাড়া করে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের বর্তমান অফিসিয়াল গোষ্ঠীকে।রেজাউল মন্ডলের দাবি,এবার পুনিশোলে তৃণমূল কংগ্রেসর অন্তত ১২ টি আসনে প্রাপ্ত ভোট ১০০ এর নীচে নেমে যাবে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেশের বৃহত্তম সংখ্যালঘু গ্রামের তকমা পাওয়া পুনিশোলে এবারের পঞ্চায়েত ভোটের নয়া সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে জেলার রাজনৈতিক মহল জুড়ে। বিদায়ী পঞ্চায়েত প্রধান এবং এখানকার দাপুটে তৃণমূল নেতা রেজাউল হক মন্ডলকে তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় তিনি নিজে এবং তার অনুগামীদের নিয়ে মোট ১৬ টিরও বেশী আসনে নির্দল প্রার্থী খাড়া করে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের বর্তমান অফিসিয়াল গোষ্ঠীকে।রেজাউল মন্ডলের দাবি,এবার পুনিশোলে তৃণমূল কংগ্রেসর অন্তত ১২ টি আসনে প্রাপ্ত ভোট ১০০ এর নীচে নেমে যাবে।
এমনকি এবার নির্দল প্রার্থীদের সাথে আইএসএফের লড়াই হবে। তৃণমূল হালে পানি পাবেনা বলে দাবি করেছেন স্থানীয় আইএসএফ নেতা নূর ইসলাম মন্ডলও। অন্যদিকে, তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি ওমর ফারুক দলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বিদায়ী পঞ্চায়েত প্রধান রেজাউল হক মন্ডল আইএসএফের সাথে আঁতাত করে পুনিশোলের মানুষকে বিভ্রান্ত করার খেলায় নেমেছেন বলে পালটা দাবী করে সরব হয়েছেন। পাশাপাশি,পুনিশোলে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে দাবি বলেন,এবারও পুনিশোলে তৃণমূল ভালো ফল করবে।
কে প্রার্থী হল সেটা বড়ো বিষয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে জোড়া ফুলে ভোট দেবেন পুনিশোলের মানুষ।এদিকে,পুনিশোল গ্রামের বাসিন্দাদের মধ্যেও এই ভোট নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।প্রসঙ্গত গত পঞ্চায়েত ভোটের তুলনায় এক লপ্তে এবার অনেক আসন বেড়েছে পুনিশোলে। গতবারে যেখানে ২১ টি আসন ছিল এবার তা বেড়ে হয়েছে ২৯। গত পঞ্চায়েত ভোটে ২১ টির মধ্যে ১৫ টি আসনে ভোট হয়েছিল।৬ ট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল এবং ভোটের লড়াইয়ে ১৫ টির মধ্যে ১১ টিতে তৃণমূল জয়ী হলেও বাকি ৪ টি আসন ছিনিয়ে নেন নির্দল প্রার্থীরা।
এবার মোট আসন ২৯ টি।তার মধ্যে মুসলিম অধ্যুষিত ২১ টি আসনের ১৬ টিতে গোজ প্রার্থী দিয়েছেন বিদায়ী তৃণমূল প্রধান রেজাউল মন্ডল। আর আইএসএফ প্রার্থী দিয়েছে ১৩ টি আসনে।এছাড়া বাম এবং কংগ্রেস প্রার্থীরা রয়েছেন।অন্যদিকে, পুনিশোলের মুসলিম অধ্যুষিত আসন গুলিতে কোন বিজেপি প্রার্থী নেই। আদিবাসী গ্রাম পেড়ারায় ১ টি আসন ও নতুনগ্রাম ও আসনাসোলে হিন্দু অধ্যুষিত গ্রামে আরও ৭ টি আসন রয়েছে। এই এলাকা গুলির থেকে মুসলিম অধ্যুষিত ২১ টি আসনে এবার নির্দল গোঁজের গেরো আর আইএসএফের সাথে কঠিন লড়াই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা কি ভাবে মোকাবিলা করেন সেটাই এখন দেখার।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇