নজরে ভোট

নজরে ২৬ এর বিধানসভা ভোট,রাম সংকীর্তনের মাধ্যমে রামনবমীর অভিনব প্রচার গেরুয়া শিবিরের।

রামচদ্রের ছবি নিয়ে খোল,করতাল সহযোগে কীর্তনের মাধ্যমে রামনবমীর মিছিলে যোগদান ও ২৬ শের বিধানসভায় বিজেপি কে ভোট দেওয়ার আবেদন নিয়ে দুয়ারে,দুয়ারে হাজির হচ্ছে গেরুয়া বাহিনী।

নজরে ২৬ এর বিধানসভা ভোট,রাম সংকীর্তনের মাধ্যমে রামনবমীর অভিনব প্রচার গেরুয়া শিবিরের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রামনবমীকে হাতিয়ার করে বাঁকুড়া গ্রামে,গ্রামে কার্যত ভোটের দামামা বাজানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির। রামনবমীর মহা মিছিলে ব্যাপক জমায়েত পাখির চোখ গেরুয়া শিবিরের।তাই এবার জেলার কেন্দ্রীয় শোভা যাত্রার পাশাপাশি, গ্রাম ও মন্ডল স্তরেও শোভাযাত্রার আয়োজন থাকছে।এমনকি, প্রশাসনিক বিধি নিষেধ এড়াতে ছোট,ছোট দলে খোল,করতাল নিয়ে গ্রামের মানুষ রামনবমীর সংকীর্তন বের করবেন।এমন কর্মসুচিও রয়েছে গেরুয়া শিবিরের। ইতি মধ্যেই রামনবমীর প্রচার শুরু হয়ে গেছে বাঁকুড়ার গ্রামে,গ্রামে। রামচদ্রের ছবি নিয়ে খোল,করতাল সহযোগে কীর্তনের মাধ্যমে রামনবমীর মিছিলে যোগদান ও ২৬ শের বিধানসভায় বিজেপি কে ভোট দেওয়ার আবেদন নিয়ে দুয়ারে,দুয়ারে হাজির হচ্ছে গেরুয়া বাহিনী।

এবং বিজেপির দলীয় পতাকা সাথে নিয়ে এই প্রচার চলছে। এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়া এক নাম্বার ব্লকের আঁধারথোল গ্রামে।গ্রামের মহিলারা এই কীর্তন দুয়ারে,দুয়ারে পৌছাতেই উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান।এই অভিনব প্রচারের নেতৃত্ব দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ।অন্যদিকে,গেরুয়া শিবিরের এই রাম - সংকীর্তন কে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গর বলেন, রাম শুধুমাত্র বিজেপির নন,রাম সবার। কিন্ত, বিজেপি রামের নামে ভোট বৈতরণী পার হতে চাইছে।জেলায় বিজেপির যে কজন এমএলএ, এমপি রয়েছেন তাদের মুখে উন্নয়নের কোন কথা নেই। তাই, ধর্মের সাথে রাজনীতি মেশালেও এই বাংলার মন জয় করতে পারবে না বিজেপি।

বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি,শহর বাঁকুড়াতেও রামনবমীর প্রচার চলছে পুরো দমে।বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় বিশ্বহিন্দু পরিষদ, বজরংদলের পক্ষ থেকে পতাকা লাগানো হয়। রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার সদর ও মহকুমা শহরের ব্যস্ততম রাস্তা ও মোড় গুলিতেও গেরুয়া পতাকায় ভরে দেওয়ার কর্মসুচি নেওয়া হয়েছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇


Next Story