Home > নজরে ভোট > গোঁজ প্রার্থী হওয়ায় শাস্তির কোপে বাঁকুড়া সাংগঠনিক জেলার তিন তৃণমূল নেতা,সাংবাদিক বৈঠক করে ঘোষণা জেলা সভাপতির।
গোঁজ প্রার্থী হওয়ায় শাস্তির কোপে বাঁকুড়া সাংগঠনিক জেলার তিন তৃণমূল নেতা,সাংবাদিক বৈঠক করে ঘোষণা জেলা সভাপতির।
BY Admin1 July 2023 10:50 PM IST
![গোঁজ প্রার্থী হওয়ায় শাস্তির কোপে বাঁকুড়া সাংগঠনিক জেলার তিন তৃণমূল নেতা,সাংবাদিক বৈঠক করে ঘোষণা জেলা সভাপতির। গোঁজ প্রার্থী হওয়ায় শাস্তির কোপে বাঁকুড়া সাংগঠনিক জেলার তিন তৃণমূল নেতা,সাংবাদিক বৈঠক করে ঘোষণা জেলা সভাপতির।](https://www.bankura24x7.com/h-upload/2023/07/01/1005778-img3prpfwvlz9v.webp)
X
Admin7 July 2023 4:46 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গোঁজ প্রার্থী হওয়ায় শাস্তির কোপে বাঁকুড়া সাংগঠনিক জেলার তিন তৃণমূল নেতা,সাংবাদিক বৈঠক করে ঘোষণা জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র।রবিবার তৃণমূল ভবনে সন্ধ্যায় এই তিনজন কে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। তবে, এই সংখ্যাটা প্রায় আরও দশ গুণ বাড়তে পারে বলে সুত্রের খবর। এখনই এই তালিকায় অন্তত ২৮ জন গোঁজ প্রার্থী রয়েছেন।দল তাদের কে আরও একটা সুযোগ দিতে চাইছে।ভোটের দিনও লিফলেট বিলি করে গোঁজ প্রার্থীরা যদি নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন সেক্ষেরে তাদের দল সাসপেন্ড করবে না। এমনটাও জানান দিব্যেন্দু বাবু।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story