নজরে ভোট

সায়ন্তিকার পাইলট কারে হামলা,ধৃত ১২ বিজেপি কর্মীর ৪ জনের পুলিশ হেফাজত ও ৮ জনের জেল হেফাজতের নির্দেশ।

সায়ন্তিকার পাইলট কারে হামলা,ধৃত ১২ বিজেপি কর্মীর ৪ জনের পুলিশ হেফাজত ও ৮ জনের জেল হেফাজতের নির্দেশ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও তার পাইলট কারের ওপর হামলার ঘটনায় বিজেপি কর্মী,সমর্থক ও স্থানীয় নেতা মিলিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ।আজ ধৃত ১২ জনকে বিষ্ণুপুর মহকুমা আদলতে তোলা হলে বিচারক ধৃতদের মধ্যে ৪ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের এবং বাকি ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।প্রসঙ্গত,সোমবার জেলার জয়পুর থানার কুম্ভস্থলের কাছে বাঘাজোল এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ চলছিল সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে।

পঞ্চায়েতে মনোনয়নে তৃণমূল কংগ্রেসের বাধা দানের প্রতিবাদে এই অবরোধে প্রচুর বিজেপি কর্মী ও সমর্থকও অংশ নেন। এই রাস্তা দিয়ে সায়ন্তিকার গাড়ি যাওয়ার সময় বিজেপি কর্মী,সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।অভিযোগ, তার গাড়ি ও পাইলট কার লক্ষ্য করে ইট,পাথর ছোঁড়া হয়। পুলিশের পাইলট কারের কাঁচ ভেঙ্গে যায়।পাইলট কারের চালক আহত হন।তার চোখে আঘাত লাগে।এই ঘটনার পর সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। আজ তাদের আদালতে তোলে। বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান জানান, সোমবারের এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের আদালতে তোলা হয়েছে।

ধৃতদের হেপাজতে পেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেই মতো তদন্ত চালাবে পুলিশ।এমনটাই জানান এসডিপিও।অন্যদিকে,বিজেপির এই ১২ জনকে গ্রেফতারের খবর পেয়ে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে ছুটে যান সাংসদ সৌমিত্র খাঁ।তার সাথে ছিলেন বিধায়ক হরকালী প্রতিহার। সৌমিত্র বাবু ধৃতদের আইনী পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন। বলে সুত্রের খবর।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story