ঝাঁটিপাহাড়ীতে নির্বাচনী সভায় রাজবংশী মহিলার তোপের মুখে সায়ন্তিকা! ড্যামেজ কন্ট্রোলে তৃণমূলের মহিলা জেলা সভানেত্রী।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার ঝাঁটিপাহাড়িতে পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় লাগল কালিয়াগঞ্জের রাজবংশী কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনার আঁচ। শুক্রবার এখানে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সময় হটাৎ সংঘমিত্রা অধিকারী নামে এক গৃহবধু নিজেকে রাজবংশী হিসেবে পরিচয় দিয়ে কালিয়াগঞ্জ কাণ্ডের বিচার চেয়ে সায়ন্তিকার উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন৷ তিনি বলেন দোষীরা যেন শাস্তি পায়। সেই বার্তা মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য সায়ন্তিকার কাছে তিনি আর্জিও জানান।
সায়ন্তিকা নির্বাচনী বক্তব্য থামিয়ে ওই গৃহবধূকে এই ঘটনায় সুবিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। রাজবংশী ওই গৃহবধূ তবুও থামেন নি।আরও জোরে গলা ছেড়ে তিনি তার দাবিতে সরব হন।এই সময় ড্যামেজ কন্ট্রোলে নামেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তথা ছাতনার জিলা পরিষদ প্রর্থী বিশ্বরূপা সেনগুপ্ত। এদিকে,এই মহিলা বাঁকুড়া২৪ X৭ এর ক্যামেরায় তিনি বিশদে জানান কেন আজ সায়ন্তিকার সভায় এইভাবে আওয়াজ তুললেন তিনি। তার বিশ্বাস তার এই দাবি দিদির কাছে পৌঁছে দেবেন সায়ন্তিকা।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇