নজরে ভোট

কোভিডের পর ঝাঁটিপাহাড়ীতে ফের চালু পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ,ছাতনায় রুপসী বাংলার স্টপেজ চালুর আশ্বাস কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।

কোভিডের পর ঝাঁটিপাহাড়ীতে ফের চালু পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ,ছাতনায় রুপসী বাংলার স্টপেজ চালুর আশ্বাস কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ থেকে ঝাঁটিপাহাড়ীর বাসিন্দাদের দাবি মেনে পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ চালু করল রেল। এদিন ভোর বেলা ঝাঁটিপাহাড়ী স্টেশনে এই স্টপেজের আনুষ্ঠানিক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার,এছাড়া উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের ম্যানেজার সুমিত নারুলা সহ রেলের অন্যন্য আধিকারিকরা।বাঁকুড়া জেলার অন্যতম বানিজ্য কেন্দ্রিক জনপদ ঝাঁটিপাহাড়ীর সাথে হাওড়ার যোগাযোগ আরও সহজ করে দিল রেল।পুরুলিয়া - হাওড়া এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় খুশী এলাকার মানুষজনও। এদিকে,এলাকার বাসিন্দাদের দাবি মতো এই স্টপেজ চালু করে আপ্লুত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও।

পাশাপাশি, ডিআরএম আদ্রা সুমিত নারুলা এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ছাতনায় রুপসী বাংলার স্টপেজের দাবি মেটার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, গত রবিবার, ছাতনার ছাত্র,ছাত্রী,শিক্ষক,অধ্যাপক, বুদ্ধিজীবীদের পাশাপাশি হকার সংগঠন এবং সাধারণ মানুষজন ছাতনায় রুপসী বাংলা এবং আরণ্যক এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সরব হন।তারা ছাতনা স্টেশন ম্যানেজারের মাধ্যমে তারা আদ্রা ডিআরএমের কাছে স্মারকলিপি পাঠান। আজ সেই প্রসঙ্গে এই দাবি মেটার ক্ষেত্রে আশ্বাস মেলে। আশ্বাস দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

অন্যদিকে, ডিআরএম ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে সামনে পেয়ে ঝাঁটিপাহাড়ী স্টেশনের স্লাইডিং এ লৌহ আকরিক ওঠা - নামার সময় আকরিকের দূষণ ছাড়ানোর অভিযোগও জানান।তবে, এই সমস্যা মেটানোর কোন আশ্বাস না দিয়ে কার্যত তা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন অভিযোগকারীরা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story