নজরে ভোট

শালতোড়ায় গণনা কেন্দ্রে বিজেপি কর্মী,সমর্থকদের ওপর হামলা,গাড়ি ভাঙচুর,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিধায়ক চন্দনার।

শালতোড়ায় গণনা কেন্দ্রে  বিজেপি কর্মী,সমর্থকদের ওপর হামলা,গাড়ি ভাঙচুর,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিধায়ক চন্দনার।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শালতোড়ার নেতাজী কলেজে ভোট গননা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ তুলে সরব হলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তিনি এই হামলার ঘটনাউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী বলেন,বিজেপির লোকজন ও তিনি গণনা কেন্দ্রের ৪০০ মিটার দূরে ক্যাম্পে বসেছিলেন।আচমকা তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বিজেপির কর্মী,সমর্থকদের ওপর চড়াও হয়। এবং হামলা চালায়। বিজেপির লোকজনের গাড়ি এবং মোটর বাইক ভাঙ্গচুর করে। ইট,পাথর ছোড়ে তৃণমূল দুষ্কৃতিরা।

কয়েকজনকে মারধর করা হয়। চন্দনা দেবীর অভিযোগ পুলিশের সামনেই হামলা চালানো হয়। বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেওয়ায় চন্দনা দেবী হামলার হাত থেকে বাঁচেন। তিনি এই ঘটনা নির্বাচন কমিশনকেও জামিয়েছেন এবং ভোট পরবর্তী হিংসা ঠেকাতে শালতোড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবী তুলেছেন।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story