নজরে ভোট

ভোট প্রচারে জীবনের প্রথম টোটো চালালেন মনোজ তিওয়ারি,কাছে পেয়ে যুবকদের আবদার গ্রামীণ ক্রিকেট লিগ চালুর।

ভোট প্রচারে জীবনের প্রথম টোটো চালালেন মনোজ তিওয়ারি,কাছে পেয়ে যুবকদের আবদার  গ্রামীণ ক্রিকেট লিগ চালুর।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি ভোটের প্রচারে টানা কদিন ধরেই গ্রামে,গ্রামে চষে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার বাঁকুড়া জিলা পরিষদের ৩০ নাম্বার আসনের তৃণমূল প্রার্থী শিবাজি বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দামোদরপুরে নিজে টোটো চালিয়ে নজর কাড়েন গ্রামবাসীদের। বেশ খানিকটা পথ প্রচার টোটো নিজে হাতে ড্রাইভ করেন তিনি। এবং সাংবাদিকদের জানান এদিনই তিনি জীবনের প্রথম টোটো চালালেন। এবং ভালোই লাগল।

টোটো চালিয়ে প্রচার সারার পাশাপাশি,গ্রামের ক্রীড়াপ্রেমীদের আবদারে ব্যাট বল হাতে নিয়ে এদিন মাঠেও নামতে হয় মনোজ তিওয়ারিকে।খেলার ফাঁকে কঁচিকাচাদের আটোগ্রাফও বিলি করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। এরই ফাঁকে কয়েক জন যুবক তাঁর কাছে গ্রামীণ ক্রিকেট লিগ চালুর আবদার করেন। তবে তিনি জানান অনেক দিক ভেবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং খুবই জটিল বিষয়। তবে প্রস্তাব বিবেচনা করা যেতেই পারে।আর জেলায় যদি কোন প্রতিভাধর ক্রিকেটারের অর্থের অভাবে যদি খেলা চালিয়ে যেতে সমস্যা হয়, তাহলে তাকে চিঠি লিখলেই হবে।সেই ক্রিকেটারের পাশে থাকবেন তিনি।

এদিন,গ্রামীণ ক্রিকেট লিগের আবদার মেটে কিনা তার ভবিষ্যত নির্ভর করছে রাজ্যে সরকারের ওপর। যদি গ্রাম পঞ্চায়েত থেকে সমিতি ও জিলা পরিষদ ভিত্তিক রাজ্য পর্যন্ত এই গ্রামীণ লিগ চালু করা যায়, তাহলে বাংলা সারা দেশে নজির সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story