এবার পালটা খেলা বিজেপির,অয্যোধ্যায় জয়ী তৃণমূল গোঁজ প্রার্থীর গেরুয়া শিবিরে যোগদান।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বুধবার খেলাছিল তৃণমূল। বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তে বিজেপির বিজয়ী প্রার্থী সলমা মুর্মুকে তৃণমূলে যোগদান করিয়ে রাতারাতি বাজীমাৎ করে আর এই দলবদলের বাজীগর ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পঞ্চায়েত ভোটের ফল ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই তৃণমূল কংগ্রেসের অপারেশন ফুল বদল সাকসেস হওয়ায় ১২ আসনের এই গ্রাম পঞ্চায়েতের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। অংকের হিসেবে তৃণমূল নিজেদের প্রতীকে এখানে জেতে ৬ টি আসন।বিজেপি প্রার্থীদের দখলে যায় ৫ টি আসন। আর নির্দল প্রার্থী ১ টি আসনে বিজয়ী হয়।
বুধবার বিজেপির প্রতীকে জয়ী সলমা মুর্মু তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় তারা ম্যাজিক ফিগার ৭ ছুঁয়ে ফেলে৷ আজ তৃণমূলের এই খেলার প্রতিশোধ নিতে মাঠে নামে বিজেপি। এই পঞ্চায়েতের ৪৬ নাম্বার গ্রাম পঞ্চায়েত আসনে বিজয়ী নির্দল তথা তৃণমূল কংগ্রেসের গোঁজ প্রার্থী শ্যামল বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন। তবে এই যোগদানের পরও তৃণমূল কংগ্রেসের হাতেই বোর্ড থাকছে।তাই, তৃণমূল নেতৃত্ব এই যোগদানকে আমল দিতে নারাজ। এদিকে সদ্য বিজেপিতে যোগ দিয়ে শ্যামল বাবু বলেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে এবং নরেন্দ্র মোদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তার এই গেরুয়া শিবিরে যোগদান।
অন্যদিকে,দল বদলের এই মিউজিক্যাল চেয়ার কে নিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি নিলেশ্বর সিনহা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এর মধ্যে রাজনৈতিক চাপান উতোরকে কেন্দ্র করে সরগরম মল্লভূমের রাজনৈতিক বাতাবরন।অন্যদিকে,এলাকার রাজনৈতিক বোদ্ধাদের আশঙ্কা পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ফের আর একবার ঘোড়া কেনাবেচায় নামবেন দুই শিবিরের ক্রাইসিস ম্যানেজাররা। তাই শেষ মুহূর্তেও বোর্ডের দাবা উলটা যাওয়ার সম্ভাবনা যোলোআনা তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇