নজরে ভোট

বাঁকুড়ায় জিলা পরিষদে ফ্রণ্টগত লড়াই,তবে নিচু তলায় জোটের রাস্তা খোলা রাখল বামেরা।

আগামী পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে জেলার ৫৬ টি আসনের মধ্যে ৪৯ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলো বাঁকুড়া জেলা বামফ্রন্ট। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি। তিনি জানান জিলা পরিষদে ফ্রন্টগত ভাবে লড়াই হলেও।নিচু তলায় জোটের রাস্তা খোলা থাকছে।

বাঁকুড়ায় জিলা পরিষদে ফ্রণ্টগত লড়াই,তবে নিচু তলায় জোটের রাস্তা খোলা রাখল বামেরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে বাঁকুড়ায় জিলা পরিষদে ফ্রণ্টগত লড়াই করার সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। তবে নিচু তলায় জোটের রাস্তা খোলা থাকছে। বিশেষ করে কংগ্রেস এবং আইএসএফ সহ অন্যন্য বাম মনোভাবাপন্ন দল গুলির সাথে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে জোট গড়া হবে।এমনকি এক্ষেত্রে ব্লক স্তরের নেতৃত্বও জোটের সমীকরনের কারিগর হতে পারবেন। তবে বিগত দিনে বিধানসভা ভোটে কংগ্রেসের সাথে জোট গড়ে প্রার্থীকে বিজয়ী করেও পরে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। জেলার এই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার জিলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ আসনে কংগ্রেসের সাথে জোট এড়িয়ে যাচ্ছে বামেরা।

আর বিগত বিধানসভার মতো যাতে পস্তাতে না হয়,,সেই জন্যই কেবল বাম শরিকদের মধ্যেই জেলার ৫৬ টি আসনের প্রার্থী পদের সমঝোতা হবে। অর্থাৎ বামফ্রন্টগত ভাবেই জিলা পরিষদের আসন গুলিতে লড়াই করবে বামেরা। সেই সমঝোতার ভিত্তিতে আজ জেলার ৫৬ টি আসনের মধ্যে ৪৯ টি আসনের প্রার্থী তালিক ঘোষণা করেন সিপিআইএমের জেলা সম্পাদক অজিত কুমার পতি।তিনি বলেন বাকি ৭ টি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। এদিন প্রার্থী তালিকা প্রকাশের পর সাংবাদিক বৈঠকে তিনি দল এবং ফ্রন্টের জোটের সমীকরন স্পষ্ট করে দেন। তিনি বলেন কেবল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে জোট হবে।

কংগ্রেস,আইএসএফ, ও অন্যান্য বাম মনোভাবাপন্ন দল গুলিকে নিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে জোটের রাস্তা খোলা রয়েছে। এমনকি ইতিমধ্যেই নিচু তলায় জোট গড়ে উঠছে বলেও তিনি দাবি করেন।এখন দেখার বাঁকুড়া জেলায় পঞ্চায়েত ভোটে এই জোট কতখানি বেগ দিতে পারে তৃণমূল ও বিজেপি কে? তার অঙ্ক কষার পালা শুরু করে দিয়েছেন জেলার ভোট বোদ্ধারা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story