নজরে ভোট

মনোনয়ন কে কেন্দ্র করে রক্তাক্ত সোনামুখী,আক্রান্ত বিজেপি বিধায়ক,আহত তৃণমূল,সিপিএম,জয়পুরে অবরোধ সৌমিত্রের।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন কে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে ওঠে সোনামুখী।আক্রান্ত হন বিজেপি বিধায়কও। যদিও এই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার খেলায় মেতেছে।জয়পুরের মানুষ আজ সকাল থেকে জেরবার বিজেপির বিক্ষোভ অবরোধে। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়েও।

মনোনয়ন কে কেন্দ্র করে রক্তাক্ত সোনামুখী,আক্রান্ত বিজেপি বিধায়ক,আহত তৃণমূল,সিপিএম,জয়পুরে অবরোধ সৌমিত্রের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( প্রতিনিধি : অভিজিৎ ঘটক ) :- পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে সোনামুখী। সোনামুখী ব্লকে ডিসিআর কাটার লাইনেই তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলে বিজেপি। বিজেপির স্থানীয় ২ নাম্বার মন্ডলের সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সোনামুখীর বিজেপি বিধায়ক ঘরামিকেও মারধোর করে। তিনিও মামুলি চোট পান। এবং বুকে ব্যাথা অনুভব করেন। সাথে,সাথে সোনামুখী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তিনি চিকিৎসা করান। দিবাকর বাবুর অভিযোগ,তৃণমূল ২০১৮ পঞায়েত ভোটের সন্তাস ফের ফিরিয়ে আনতে চাইছে।

তাই, এভাবে আজ তৃণমূল নেতারা উপস্থিত থেকে বিজেপির ওপর হামলা চালাচ্ছেন। বেশ কয়েক জন বিজেপি কর্মী রক্তাক্ত অবস্থায় ব্লক অফিস চত্বরে পড়ে ছিলেন।তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।অন্যদিকে,বিজেপির মারে কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী ও গ্রামীণ নেতা আহত হয়েছেন বলেও দাবী করা হয়েছে। আবার সিপিএমের পক্ষ থেকে সোনামুখীতে তিনজনকে তৃণমূল মারধর করে বলে দাবি করা হয়েছে। সবে মিলে সোনামুখীর আজকের মনোনয়ন ছিল রক্তাক্ত।যদিও, তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

সোনামুখীর পাশাপাশি, এদিন সকাল থেকে বিজেপির বিক্ষোভ ও আবরোধের জেরে রাজনৈতিক পারদ চড়তে থাকে। বিজেপিকে ভুল মনোনয়ন পত্র দেওয়ার পাশাপাশি মনোনয়নে বাধার অভিযোগ তুলে জয়পুরে রাজ্য সড়ক অবরোধ করেন সাংসদ সৌমিত্র খাঁ। এদিকে,সোনামুখীতে আহত বিজেপির মন্ডল সভাপতি চঞ্চল সরকারকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার ভর্তির তদারকি করতে হাসপাতালে হাজির হন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা। অন্তর বাবুর মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।তার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story