নজরে ভোট

ওন্দায় ফুল বদল! বিজয়ী বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান,বিরোধী শূণ্য কল্যাণী অঞ্চল।

জেলা জুড়ে এই দল বদলের হিড়িক এখন চলতেই থাকবে। বোর্ড গঠন না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররা বিশেষ করে জেলার ১৮ টি পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙ্গনের জন্য উঠে উঠে পড়ে লেগেছেন বলে সুত্রের খবর। একই সাথে বিজেপিও পালটা ফুল বদলের চমক দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পদ্ম শিবিরে আনার চেষ্টা চালাচ্ছেন। এই দুই শিবিরের নজর রয়েছে নির্দল ও বামেদের ওপরও।

ওন্দায় ফুল বদল! বিজয়ী বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান,বিরোধী শূণ্য কল্যাণী অঞ্চল।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের অপারেশন ফুল বদল অব্যহত।শুক্রবার সকালে জেলার ওন্দা ব্লকের কল্যাণী অঞ্চলের রাইডি গ্রাম পঞ্চায়েতের সদ্য মির্বাচিতা বিজেপি প্রার্থী কাজল মই আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওন্দার কল্যাণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিসে এদিন কাজল দেবীর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পাতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ওন্দার ব্লক সভাপতি উত্তম বীট। ১১ আসনের এই কল্যাণী গ্রাম পঞ্চায়েতে এবার ১০ টি আসনই গেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। কেবল কাজল দেবীই বিরোধী হিসেবে রাইডি থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ।

তিনি, দল বদলে তৃণমূল কংগ্রেসে ভিড়ে যাওয়ায় এখন এই কল্যানী অঞ্চল কার্যত বিরোধী শূন্য হয়ে গেল।

তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতি উত্তম বীটের দাবী,কোন ভীতি প্রদর্শন করে নয়। মুখ্যমন্ত্রীর উন্নয়নে নিজেকে সামিল করতেই এই কাজল দেবী স্বেচ্ছায় তৃণমুল কংগ্রেসে যোগ দিয়েছেন।অন্যদিকে, ওন্দার বিজেপি বিধায়ক, অমরনাথ শাখা বলেন, তৃণমূল কংগ্রেস ঘোড়া কেনা বেচায় নেমে পড়েছে।তবে এর পালটা দল ভাঙ্গনের খেলায় এবার বিজেপিও যে নামবে, এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন অমর বাবু।শুধু কল্যানী বা বিষ্ণুপুর নয়।জেলা জুড়ে এই দল বদলের হিড়িক এখন চলতেই থাকবে। বোর্ড গঠন না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররা বিশেষ করে জেলার ১৮ টি ত্রিশঙ্কু পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙ্গনের জন্য উঠে উঠে পড়ে লেগেছেন।

এমনটাই সুত্রের খবর। একই সাথে বিজেপিও পালটা ফুল বদলের চমক দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পদ্ম শিবিরে আনার চেষ্টা চালাচ্ছেন। এই দুই শিবিরের নজর রয়েছে নির্দল ও বামেদের ওপরও। এখন দেখার এই দল- বদলের খেলায় শেষ পর্যন্ত কারা চ্যাম্পিয়ন হয়?

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story