নজরে ভোট

ইভিএম বদল,ভোট চুরির আশঙ্কায় স্ট্রং রুমে নজরদারি বিজেপি প্রার্থীর, তাহলে কেন্দ্রীয় বাহিনী কমিশন কি করছে?পালটা প্রশ্ন তৃণমূলের।

বিজেপি প্রার্থীর দাবী,তিনি যেহেতু, আগে তৃণমূল করতেন,তাই তৃণমূল কিভাবে ভোটে কারচুপি করে সেই ধারণা তার আছে।তাই,ইভিএম বদল বা ভোট চুরির আশঙ্কায় স্ট্রং রুমে নজরদারি চালালেন তিনি।

ইভিএম বদল,ভোট চুরির আশঙ্কায় স্ট্রং রুমে নজরদারি বিজেপি প্রার্থীর, তাহলে কেন্দ্রীয় বাহিনী কমিশন কি করছে?পালটা প্রশ্ন তৃণমূলের।
X

বাঁকুড়া২৪ x৭ প্রতিবেদন : তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের দিন কার্যত ডুমুর ফুল হয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তবে এটাই ছিল তার ভোট কৌশল।নিজে বুথে,বুথে চষে না বেড়িয়ে নিজের বাপের বাড়িতে ওয়ার রুম থেকে ২৬৪ টি বুথে ভার্চুয়ালি নজরদারি চালান তিনি।যেমন,যেমন ইনপুট মিলছিল,সমস্যা বা অভিযোগ আসছিল সেই মতো ইনফিল্ডে দায়িত্ব প্রাপ্ত বিজেপি কর্মী,ও কার্যকর্তারা পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। গত লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে একই কায়দায় ভোট করে ছিলেন সৌমিত্র খাঁ।সেই ফর্মুলায় ভোট করলেন অন্যন্যা দেবীও৷ অন্যদিকে, তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু অবশ্য বুথে,বুথে ঘুরে ভোট সারেন।ওয়ার রুম থেকে ভোট যুদ্ধ চালানোর পর অবশ্য বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী।

তিনি, সোজা গিয়ে হাজির হন স্ট্রং রুমে। তাঁর দাবী,তিনি যেহেতু, আগে তৃণমূল করতেন,তাই তৃণমূল কিভাবে ভোটে কারচুপি করে সেই ধারণা তার আছে।ফলে ইভিএম বদল বা ভোট চুরির আশঙ্কায় স্ট্রং রুমে নজরদারি চালান তিনি, অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কোনভাবে ইভিএম বদল করতে পারে।এদিকে,অনন্যা দেবীর অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবি করেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, তিনি কটাক্ষের সুরে বলেন কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন সবই তো কেন্দ্রের,তাহলে তারা কি করছেন? ইভিএম যদি বদলই হয়,তাহলে তার দায় কমিশনের,তৃণমূলের নয়।পাশাপাশি,এদিন কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফাল্গুনী বাবু।প্রসঙ্গত,তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, বিজেপি প্রার্থী অন্যন্যা রায় চক্রবর্তী,

জাতীয় কংগ্রেস প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রহী এবংবামফ্রন্ট সমর্থিত সিপিএমের প্রার্থী দেবকান্তি মহান্তির মধ্যে চতুর্মুখী লড়াই হবে তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে।বামেদের সাথে জাতীয় কংগ্রেসের জোট না হওয়ায় সিপিএমের ঝুলি থেকে জাতীয় কংগ্রেস ভোটারদের ভোট কমবে। আবার,সিপিএমের থেকে বিজেপি মুখী ভোট এবার নিজেদের অনুকূলে নিয়ে আসার ওপর জোর দেওয়ায় বিজেপিরও ভোট কিছু কমবে।পাশাপাশি,সমাজসেবী হিসেবে পরিচিত জাতীয় কংগ্রেস প্রার্থী তুষার বাবুর উৎকল সমাজে যথেষ্ট গ্রহণ যোগ্যতা আছে।তাই তৃণমূল ও সিপিএমের উৎকল ভোট ব্যাঙ্কে তিনি থাবা বসাতে পারেন? ফলে এবার তালডাংরার ভোটের ফলাফলে নতুন এই ভোট সমীকরণের হিসেবে কষছেন সব পক্ষই।এখন দেখার এই অঙ্কের হিসেবে কোন দলের ভোটের ঝুলি উপচে পড়ে?

👁দেখুন 🎦ভিডিও। 👇


Next Story