Home > নজরে ভোট > বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী এবং বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সস্ত্রীক শহরের লোকপুর হাই স্কুলে ভোট দিলেন।
বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী এবং বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সস্ত্রীক শহরের লোকপুর হাই স্কুলে ভোট দিলেন।
BY Admin25 May 2024 10:34 AM IST
X
Admin27 May 2024 8:28 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী এবং বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সস্ত্রীক শহরের লোকপুর হাই স্কুলে ভোট দিলেন। তিনি বুথে,বুথে লম্বা লাইন দেখে খুশী।তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের জানান এবার বিজেপি লোকসভায় ৪০০ আসন পার করবে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story