নজরে ভোট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় ভৈরবস্থান মন্দিরে পুজো অরূপ চক্রবর্তীর।

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে।গতরাতে মুখ্যমন্ত্রীর ঘুমও ভালো হয়েছে।এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রসঙ্গত,বৃহস্পতিবার সন্ধেয় নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সুস্থতা কামনায় ভৈরবস্থান মন্দিরে পুজো অরূপ চক্রবর্তীর।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় বাঁকুড়া শহরের ভৈরবস্থান মন্দিরে দলের কর্মী,সমর্থক ও স্থানীয় নেতাদের সাথে নিয়ে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি,তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন, দলীপ পতাকা হাতে প্রচুর দলীয় কর্মী হাজির হন মন্দিরে।তারা দলের নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিন পুজো শেষে নিজেহাতে প্রসাদও বিলি করেন অরূপ বাবু।তিনি পুজো শেষে সাংবাদিকদের বলেন,বাংলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই তাঁর সুস্থতা কামনায় মায়ের কাছে পুজো দিলাম।সামনেই নির্বাচনী যুদ্ধ।এই যুদ্ধে জয়লাভ করতে হবে।দিদি এখন অনেকখানি সুস্থ আছেন।তবে তাঁর আরো দ্রুত সুস্থতা এবং মঙ্গল কামনার জন্য আমরা এদিন পুজো এবং প্রার্থনা করলাম।প্রচুর সংখ্যক কর্মী,সমর্থকও এদিন এই পুজো ও প্রার্থনায় অংশ নেয়।মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক বলে জানা গেছে।গতরাতে মুখ্যমন্ত্রীর ঘুমও ভালো হয়েছে।এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।প্রসঙ্গত,বৃহস্পতিবার সন্ধেয় নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবং কপালে ও নাকে চোট পান।

তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে ৷ এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর সাংবাদিক বৈঠকে জানান,মুখ্যমন্ত্রী ধাক্কা লাগার ফলে পড়ে গিয়ে আহত হয়েছেন ৷

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story