নজরে ভোট

তালডাংরা উপ নির্বাচনের মুখে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার,বিপাকে শাসক দল,গোষ্ঠী দ্বন্দ্বের জের?না বিরোধীদের চক্রান্ত? তা নিয়ে চর্চা তুঙ্গে।

এই পোস্টার কান্ডের আঁচ তালডাংরা উপ নির্বাচনে কতটা প্রভাব ফেলে? সেদিকেই নজর শাসক ও বিরোধী দুই শিবিরেরই।

তালডাংরা উপ নির্বাচনের মুখে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার,বিপাকে শাসক দল,গোষ্ঠী দ্বন্দ্বের জের?না বিরোধীদের চক্রান্ত? তা নিয়ে চর্চা তুঙ্গে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুয়ারে তালডাংরা বিধানসভার উপ নির্বাচন।আর এই ভোটের আবহে রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে জেলার ইন্দপুর ব্লকের কুরুস্থলিয়া যাত্রী প্রতীক্ষালয়ে এই পোস্টার স্থানীয় দের নজরে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।সাধারণ জনগনের নামে দেওয়া এই পোস্টার গুলিতে জ্যোৎস্না দেবীর বিরুদ্ধে কোটি,কোটি টাকার সম্পত্তি কি ভাবে হল তার জবাব চাওয়া হয়েছে।সাদা কাগজের ওপর লেখা হয়েছে এই পোস্টার গুলি।

পাশাপাশি,কয়েকটি পোস্টারে তালবেড়িয়াতে কোটি টাকার রিসর্ট কি ভাবে মন্ত্রী গড়ে তুলেছেন সেই প্রশ্নও তোলা হয়েছে।পোস্টারে কয়েকটি শব্দের বানান ভুলও রয়েছে। সাধারণ জনগণের নামে লেখা এই পোস্টার গুলিতে রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে জবাব চাওয়া হয়েছে।ভোটের মুখে এই পোস্টার কান্ডে জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। এই পোস্টার কান্ড তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জের না বিরোধী শিবিরের চক্রান্ত? তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। চর্চা চলছে জেলার রাজনৈতিক বৌ

যদিও,তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ সভাপতি, রামানুজ সিংহমহাপাত্র এই ঘটনায় বিরোধী শিবিরের বিরুদ্ধেই অভিযোগের আংগুল তুলেছেন, অন্যদিকে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবি করে বলেন,সাধারণ মানুষ মন্ত্রীর চুরি ধরে ফেলেছেন। তাই তারা ক্ষোভে এই পোস্টার সাঁটিয়েছেন।অপেক্ষা করুন,আরও দুর্নীতি ফাঁস হবে বলেও দাবি করেন সুনীল বাবু। যদিও এই পোস্টার কান্ডে জ্যোৎস্না দেবীর কোন প্রতিক্রিয়া মেলেনি।তাঁর প্রতিক্রিয়ার বক্তব্য পেলে আমরা তা সমান গুরুত্ব সহকারে প্রকাশ করব।

এখন দেখার এই পোস্টার কান্ডের আঁচ তালডাংরা উপ নির্বাচনে কতটা প্রভাব ফেলে? সেদিকেই নজর শাসক ও বিরোধী দুই শিবিরেরই।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story