নজরে ভোট

জেলার ৮ বুথের পুনঃনির্বাচনে ভোট পড়ল ৭৯.৬৪%

জেলার ৮ বুথের পুনঃনির্বাচনে ভোট পড়ল ৭৯.৬৪%
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার যে ৮ বুথে ভোটে অশান্তির জন্য পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছিল কমিশন, সেই ৮ বুথে আজ ভোট গ্রহণ হল শান্তিতেই। এই ৮ টি বুথে মোটের ওপর গড়ে প্রায় ৭৯.৬৪% ভোট পড়েছে।এদিন নিরাপত্তা জোরদার থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।মানুষ শান্তিতে ভোট দিয়েছেন বলে জেলা নির্বাচন দপ্তর সুত্রে দাবি করা হয়েছে। এদিন জেলার জঙ্গলমহলের রাইপুরে ১ টি মাত্র বুথে ফের ভোট নেওয়া হয়। এই বুথটি হল হিজলী প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ নাম্বার বুথে।এখানে মোট ভোট পড়েছে প্রায় ৮০.৬১%।অন্যদিকে,গঙ্গাজলঘাটির

দুটি বুথে এদিন ফের ভোট নেওয়া হয়। এই দুটি বুথ হল: ১০ বড়লালপুর প্রাথমিক বিদ্যালয় ও ১৫৪ বালিজোড়া প্রাথমিক বিদ্যালয়। এই দুটি বুথ মিলিয়ে মোট ভোট পড়ার হার ৮৪.০৫%।জেলার মধ্যে সবথেকে বেশি ৫ টি বুথে পুনঃনির্বাচন হয় বড়জোড় ব্লকে। বড়জোড়ার এই পাঁচটি বুথ হল : ১১০ মুক্তাতোড় প্রাথমিক বিদ্যালয়, ১২৮ ফুলবেড়িয়া হাইস্কুল (রুম নাম্বার ২), বড়জোড়ার ১৪৬ সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর জুনিয়র বেসিক স্কুলের ১৭০ নাম্বার ও ১৭১ নাম্বার বুথ। এই পাঁচ বুথ মিলিয়ে মোট ভোট পড়েছে ৭৭.৬৮%। ভোট গ্রহণের পর কড়া নিরাপত্তায় ব্যলট বক্স গুলি সংশ্লিষ্ট ব্লকের স্ট্রং রুমে রাখা হয়। রাত পোহালেই শুরু হবে ভোট গননা।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story