বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মাল গাড়ির সংঘর্ষ, ৬ টি বগি লাইনচ্যুত।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার ওন্দায় রেল দুর্ঘটনা।এদিন ভোরে লুপ লাইনে দুটি মালগাড়ির মধ্য সংঘর্ষ ঘটে।এর ফলে একটি ইঞ্জিন এবং দুটি মালগাড়ী মিলিয়ে মোট ৬টি বগি লাইনচ্যুত হয়। এবং এই সংঘর্ষের তীব্রতা এত বেশী ছিল যে তার ফলে ওন্দার রেল প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সুত্রে জানাগেছে ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় একজন চালক আহত হয়েছেন। ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। এবং একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন।এদিকে, এই দুর্ঘটনার পর থেকে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে।একই লাইনে দুটি মালগাড়ি এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।কিভাবে এই সিগন্যাল বিভ্রাট ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে।যদিও রেলের তরফে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া এখনও মেলনি।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇