সভাধিপতি অনুসূয়া রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জিলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতি অনুসূয়া রায় এদিন আনুষ্ঠানিক শপথ নিলেন।বাঁকুড়া জিলা পরিষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিলা পরিষদের নব নির্বাচিত সদস্য বা সদস্যা হিসেবে এদিন মোট ৫৪ জন শপথ নেন। জেলার ওন্দার বিজেপি প্রার্থী রূম্পা ধীবর এবং জিলা পরিষদের সভাধিপতির দৌড়ে থাকা বড়জোড়া থেকে নির্বাচিত অর্চিতা বিদ এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এদিন নব নির্বাচিত জিলা পরিষদের সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) প্রলয় রায় চৌধুরী।
পরে নব নির্বাচিত জিলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলাশাসক কে, রাধিকা আয়ার। শপথ গ্রহণের পর সভাধিপতি অনুসূয়া রায় সংবাদমাধ্যমে জানান তিনি জেলার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার ওপর বিশেষ নজর দেবেন। এদিকে, সভাধিপতির দৌড়ে থাকা অর্চিতা বিদ সভাধিপতির দৌড় থেকে ছিটকে যাওয়ায় এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে না আসায় দলের মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়েছে। অর্চিতা দেবীর অনুগামীদের সুত্রে জানা গেছে তিনি সভাধিপতির পদ না মেলায় অভিমানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গেছেন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇