জীবন্ত দেব-দেবী হিসেবে অভিনব মানুষের পুজোর আয়োজন রামহরিপুর মিশনে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : 'নর' -ই নারায়ণ। তাই নর রূপী নারায়ণের পূজোয় মাতলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম।
শারদোৎসবের প্রাক্কালে, আশ্রম প্রাঙ্গণে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে এই অভিনব নর- নারায়ণ পূজো সারলেন আশ্রমের মহারাজরা।
প্রায় চারশো জন নর নারীকে জীবন্ত দেব,দেবী হিসেবে পূজো করার পর, এদিন তাদের হাতে, কাপড়,ধুতি, ও বিভিন্ন খাদ্য শস্য সামগ্রী তুলে দেন মহারাজরা।
নর- নারায়ণের পূজো ও নর - নারায়ণ সেবার এই রীতি দীর্ঘ দিন ধরে চলে আসছে রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে। একই ভাবে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমেও আজ এই পূজোর আয়োজন করা হয়।
মিশনের সম্পাদক স্বামী মুক্ত প্রদানন্দ মহারাজ জানান, গঙ্গাজলঘাটি,
বেলিয়াতোড়, এবং বড়জোড়া থানা এলাকার ২০ টি গ্রামের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া প্রায় ৪০০ জনকে শাড়ী,ধুতি,গেঞ্জী এবং বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে আমরা শারদ উৎসবের প্রাক্কালে, তাদের সাথে কিছু আনন্দ ভাগ করে নিলাম।
এদিনের অনুষ্ঠানে সম্পাদক মহারাজের পাশাপাশি,স্বামী ওঁকারাত্মানন্দ, রামহরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
#দেখুন ভিডিও।[embed]