খেলা

জঙ্গল মহলের রানিবাঁধে ফুটবল প্রতিযোগিতা পুরস্কার হিসেবে মিলল বিশাল ওজনের ভেঁড়া !

জঙ্গল মহলের রানিবাঁধে ফুটবল প্রতিযোগিতা পুরস্কার হিসেবে মিলল বিশাল ওজনের ভেঁড়া !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তিন দিন ধরে জঙ্গল মহলের রানীবাঁধের রুদড়া গ্রাম মাতল ফুটবল প্রতিযোগিতায়। ৩২টি দল নিয়ে আয়োজিত এই প্রতিোগিতার ফাইনালে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফির পাশাপাশি পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হল বিশাল ওজনের ভেঁড়া। জঙ্গল মহলের রীতি মেনেই এমন পুরস্কার দেওয়া হল বলে দাবী উদ্যোক্তা পি এন পি সাওন ভ্যালী গাঁওতার কর্ম কর্তাদের।

এদিন ফাইনাল খেলায় জীবনপুর ফুটবল দল ৬-২ এর ব্যবধানে ভালুকা সাঁওতা সাওন গাঁওতাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাঁওন গাঁওতার মানিক মূর্মু।

এদিন, এই প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রানীবাঁধ জিলাপরিষদ সদস্য চিত্ত রঞ্জন মাহাতো।

Next Story