ব্রেকিং নিউজ

সাবধান ! প্রতারিত হতে পারেন আপনিও ! ভগবানের আশীর্বাদ পুষ্ট মালা হাতে পরানোর নাম করে, সোনার চুড়ি গাছা নিয়ে চম্পট ! শহরের জলটাকী গোড়ায় চাঞ্চল্য !

সাবধান ! প্রতারিত হতে পারেন আপনিও !  ভগবানের আশীর্বাদ পুষ্ট মালা হাতে পরানোর নাম করে, সোনার চুড়ি গাছা নিয়ে চম্পট !  শহরের জলটাকী গোড়ায় চাঞ্চল্য !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখে ভগবানের নাম,আর লক্ষ্য প্রতারণার ফাঁদে ফেলা!

হাতে ভগবানের আশীর্বাদ পুষ্ট মালা পরানোর নামে, নিমেষে হাতে পরা সোনার চুড়ি গাছা নিয়ে চম্পট দেওয়া!

এমন, প্রতারণার জাল এখন বাঁকুড়া শহরেও ছড়িয়েছে!

দিন - দুপুরে বাঁকুড়া শহরের জলটাকী গোড়ায় একটি বিছানা পত্রের (বেডিং )দোকানে ক্রেতা সেজে ঢুকে দোকানী মহিলার হাতে গাঁদা ফুলের মালা জড়িয়ে দিয়ে, অভিনব কায়দায় সম্মোহিত করে সোনার গয়না গাটি হাতিয়ে নিয়ে চম্পট দিল এক প্রতারক। এই অভিনব কায়দায় গয়না গায়েবের লাইভ ছবি দোকানের সিসি টিভিতে ধরাও পড়ে। পুলিশ সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে, দূষ্কৃতি কে ধরার চেষ্টা চালাচ্ছে।

প্রতারিত বিদ্যাদেবী জালান জানান,ওই দূষ্কৃতি পাপোস কিনতে ঢোকে। তার পর, হাতে গাঁদা ফুলের মালা জড়িয়ে দেয়। খানিক সম্মোহিত হয়ে আমি চুড়ি গুলো খুলে ফেলি।গয়না হাতিয়ে চম্পট দেয় ওই দূষ্কৃতি। স্থানীয় এক প্রাথমিক শিক্ষিকা জানান, তাদের স্কুলেও প্রথমে প্যাকেট হাতে গিয়েছিল ওই দূষ্কৃতি। সন্দেহজনক ঠেকায়, পাশাপাশি লোক জনকে ডাকতেই সে পালিয়ে যায়। তার পরই এই ঘটনা ঘটায় সে।

বাঁকুড়া সদর থানায় এই প্রতারণার ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে।

এই অভিনব প্রতারণার চক্র টি কে চিহ্নিত করতে, সিসিটিভির ফুটেজ কে কাজে লাগানো হচ্ছে বলে,

এক তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story