ব্রেকিং নিউজ

সিএএ ও এনআরসি ইস্যুতে এবার মোদী- দিদি বোঝাপড়ার অভিযোগ তুলে সোনামুখীতে সরব হলেন বিমান বসু!

সিএএ ও এনআরসি ইস্যুতে এবার মোদী- দিদি বোঝাপড়ার অভিযোগ তুলে সোনামুখীতে সরব হলেন বিমান বসু!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সিএএ ও এনআরসি ইস্যুতে এবার মোদী ও দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বোঝাপড়ার তত্ত্ব খাড়া করে তৃণমূল কে বিঁধলেন বামফন্ট্র চেয়ারম্যান বিমান বসু। আজ বাঁকুড়ার সোনামুখীতে সিএএ ও এনআরসির প্রতিবাদে এবং আগামী ৮ই জানুয়ারীর ভারত বন্ধের সমর্থনে মিছিল ও সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিমান বাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে পথে নেমে নাটক করছেন অথচ লোকসভা ও রাজ্যসভায় তার দলের প্রতিনিধিরা বিলের বিরুদ্ধে ভোটই দিতে গেলেন না! এতে মোদী দিদি যে বোঝাপড়া রয়েছে তা স্পষ্ট। এই বোঝাপড়া থাকা ঠিক নয়। পাশাপাশি, মঞ্চে বক্তব্য রাখতে গিয়েও তিনি স্পষ্ট বলেন যদি ৮ তারিখের বন্ধে তৃণমূল সমর্থন না করে তাহলে বুঝে নিয়ে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস সিএএ ও এনআরসি বিরোধী দাবীকে সমর্থন করে না। বিমান বাবুর এই আশঙ্কার পর রাজ্যে সিএএ ও এনআরসি ইস্যুতে যে বাম ও তৃণমূলের যৌথ উদ্যোগে বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে বড়ো প্রশ্ন চিহ্ণ দেখা গেল তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story