নজরে ভোট

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইটের প্রতিবাদে তিলুড়ীতে প্রতিবাদে মহিলা তৃনমুল।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের টুইটের প্রতিবাদে তিলুড়ীতে প্রতিবাদে মহিলা তৃনমুল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের করা বিতর্কিত টুইটে বাংলার মহিলাদের অপমানিত করা হয়েছে এবং তাকে কূরুচিকর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে পথে নামলো শালতোড়া ব্লকের তিলুডি অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।তিলুডির গান্ধী মূর্তির পাদদেশে আজ এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সমবেত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, তথাগত রায় যে টুইট বার্তা করেছেন তাতে এ রাজ্যের মহিলাদের বোম্বের বার ডান্সার বলা হয়েছে। যা বাংলার মহিলাদের অপমানের সামিল।এ রাজ্যের মহিলাদের উপর এই ধরনের টুইট দেশের কোণো রাজ্যপালের ক্ষেত্রে শোভা পায় না বলে দাবি বিক্ষোভকারীদের। তার এই মন্তব্যের জেরে এ রাজ্যের মহিলাদের অসম্মান করা হয়েছে। তাই এই টুইট মন্তব্যের বিরুদ্ধেই পথে নামে তৃণমুলের মহিলারা।

#দেখুন 🎦 ভিডীও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bjp-worker-attacked-by-tmc-at-kotulpur/img-20190604-wa0028/" rel="attachment wp-att-5235">

Next Story