Home > নজরে ভোট > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোবর লাগানো ছবি নিজে হাতে পরিস্কার করলেন মন্ত্রী, দিলেন ঝাঁটও। #দেখুন 🎦 ভিডিও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোবর লাগানো ছবি নিজে হাতে পরিস্কার করলেন মন্ত্রী, দিলেন ঝাঁটও। #দেখুন 🎦 ভিডিও।
BY Bankura 24x728 May 2019 8:33 PM IST
X
Bankura 24x728 May 2019 8:33 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাদা,গোবর মাখানো দেওয়ালে আঁকা ছবি পরিস্কার করলেন ম্নন্ত্রী শ্যামল সাঁতরা। এমন কি ঝাঁটা হাতে ঝাঁটও দিলেন তিনি। আজ বিষ্ণুপুর লোকসভার হেতিয়াতে বেদখল হওয়া তৃণমূলের দলীয় কার্যালয় মন্ত্রী নিজে নেতৃত্ব দিয়ে, দলীয় কর্মী,সমর্থকদের সাথে নিয়ে, পুনরায় দখল নিলেন।টাঙ্গানো জল তৃণমূলের দলীয় পতাকা। এই কার্যালয়টি দিন চারেক আগে ব্যপক ভাঙচুর করে দখল নেয় বিরোধী দলের মদতপুষ্ট এক দল দূস্কৃতি। তারা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর, কাদা লেপে দেয় তারা।আজ সেই ছবি পরিস্কার করতে নেমে পড়েন খোদ মন্ত্রী শ্যামল বাবু।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story